

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাধবপুরে প্যাড ও স্বাক্ষর জালিয়াতির বিএনপির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাধবপুরে প্যাড ও স্বাক্ষর জালিয়াতির বিএনপির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জালাল উদ্দিন লস্কর মাধবপুর
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির প্যাড ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরজু মিয়া মেম্বার ও সাধারণ সম্পাদক মো: শামিম মিয়া বলেন, মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল বেনু মিয়া নামে আওয়ামী লীগের নেতাকে বিএনপির কর্মী ও সমর্থক উল্লেখ করে মিথ্যা ও বানোয়াট প্রত্যয়ন পত্র ব্যবহার করে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জগদীশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরজু মিয়া ও আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া দীর্ঘ ৩৫ বছর যাবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে বহু হামলা মামলার শিকার হয়েছি। অসংখ্যবার জেল জুলুমের শিকার হয়েছি। জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৮ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মো: আরজু মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে অমানবিক জুলুমের শিকার হয়েছেন। তবুও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে সরে যাইনি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একের পর এক মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। এমনকি তিনটি বড় অপারেশনের পর বাড়ি ফেরার পরও সভাপতি মো: আরজু মিয়া মেম্বার কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন আবার নতুন করে চক্রান্ত শুরু করে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুরা গ্রামের মৃত আদিল হোসেন এর ছেলে আওয়ামী লীগের নেতা বেনু মিয়া মেম্বার বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করেন এবং -২০২৪ সালের জুলাই-আগষ্টে সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা চত্বর ও উপজেলা সদরে ছাত্র-জনতার উপর হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এমতাবস্থায় তার অনুসারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন শাখার প্যাড তৈরী করে তাকে বিএনপির মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মী উল্লেখ করে আমাদের স্বাক্ষর জাল করে প্রত্যয়ন পত্র আদালতে জমা দেয়। যা সম্পুর্ণ ভুয়া। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতা যাচাই করার অনুরোধ করছি। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। উক্ত তদন্তে প্যাড ও স্বাক্ষর জাল বলে প্রমাণিত হয়েছে।
বিষয়: #জালিয়াতি #প্যাড #প্রতিবাদ #বিএনপি #মাধবপুর #সংবাদ #সম্মেলন #স্বাক্ষর