

বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে শহীদ সোহাগের কবরে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত
সুনামগঞ্জে শহীদ সোহাগের কবরে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসুচির মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’উদযাপিত হয়েছে। জেলা সদর ছাড়াও জেলার ১২টি উপজেলা সদরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহাসমারোহে পালিত হয় দিবসটি।
দিবসটির শুরুতে জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী,জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ সোহাগ মিয়ার পরিবারের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদ সোহাগ মিয়ার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর দেশপ্রেম ও আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একইদিন জেলা সদরে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি,জেলা জামায়াতে ইসলামী,জেলা জমিয়তে উলামায়ে ইসলাম,জেলা জাতীয় নাগরিক কমিটি এনসিপি,জেলা ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শোভাযাত্রা সহকারে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের সমাঘম অনুষ্ঠান,প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস প্রদত্ত আহতদের প্রতি ভিডিও বার্তা প্রদর্শন,আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। দুপুরে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে বাদ আছর সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল জামে মসজিদে বিশেষ মুনাযাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জুলাই আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করে জেলা তথ্য অফিস।
এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন আহমদ সোহেল,অ্যাডভোকেট শেরেনুর আলী,অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন,রেজাউল হক,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও নুর উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু , কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ। বক্তারা বলেন, দেশের জনগণ আজ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিএনপি-নির্ভর ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজয় মিছিলে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ,মোমতাজুল হাসান আবেদ ও সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্দ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন জমিয়ত জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার। আগামির বাংলাদেশ গঠনে জমিয়ত তথা আলেম উলামাকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। জুলাই চেতনার নাম নিয়ে উলামায়ে কেরামকে মাইনাস করার কোন চক্রান্ত দেশের জনগণ মেনে নিবেনা।
জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন জুলাইয়ের মূল চেতনা ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্তি। ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা। আমরা বাংলাদেশী। বাংলাদেশের সংখ্যাগরিষ্ট জনতার আশা আকাঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবো। ইন্ডিয়ার গোলামি চিন্থ করে অন্য কারো দাবেদারী বরদাশত করা হবেনা। অবিলম্বে জাতিসংঘের নামে নতুণ আধিপত্য প্রতিষ্ঠার চুক্তি বাতিল করতে জুলাই অভ্যুত্থানের সরকারের প্রতি আহবান জানানো হয়। জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইলে আরেকটি জুলাই অভ্যুত্থান তৈরি করতে তৌহিদী জনতা প্রস্তুত। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্দ্যোগে বাদ যুহর ওয়েজখালিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জমিয়ত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, উমান জমিয়তের সহসম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাসান, জেলা জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, সদর উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা মঞ্জুর আহমদ, শ্রমিক জমিয়তের আহবায়ক মাওলানা উবায়দুল্লাহ, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ হাসান আহমদ দুলাল, সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ প্রমুখ।
বিষয়: #শহীদ #সুনামগঞ্জ #সোহাগ