

বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে প্রয়াত যুবদল নেতা দুলাল এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
সেনবাগে প্রয়াত যুবদল নেতা দুলাল এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রয়াত সামছুল হুদা দুলালের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার (৬ আগস্ট) সেনবাগ উপজেলার মানিকপুর গ্রামে প্রয়াত দুলালের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন এবং সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফেজ খুরশিদ আলম মেম্বারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানের সময় আবদুল্লাহ আল মামুন দুলালের দুই শিশুপুত্রকে কোলে নিয়ে তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পরিবারের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
নগদ অর্থ সহায়তা পেয়ে দুলালের স্ত্রী ও পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জয়নুল আবদিন ফারুকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্ব পালন ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা সামছুল হুদা দুলাল সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আয়োজিত শোকসভায় জয়নুল আবদিন ফারুক দুলালের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তা অতি দ্রুত বাস্তবায়ন করেন।
বিষয়: #দুলাল #নেতা #প্রয়াত #যুবদল #সেনবাগ