

বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ড
চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ড
মনির হোসেন
চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ডের নজরদারি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৬ আগস্ট বুধবার রাত ৮ টায় চট্টগ্রাম হতে ঢাকাগামী এমভি সাবিনাতুল মদিনা-২ নামক লাইটার জাহাজ চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় নোঙ্গর করলে ৭ সদস্যের একটি চাঁদাবাজ দল লাইটার জাহাজে আগমন করে এবং চাঁদা দাবি করে। উক্ত বিষয়টি জাহাজের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে অবগত করে কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি আভিযানিক দল অতি দ্রুত হাই স্পিড বোট যোগে জাহাজে পৌঁছায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আভিযানিক দল জাহাজের ক্রুদের সাথে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করে এবং টহলের মাধ্যমে উক্ত পথে চলাচলত
জাহাজ সমূহের নিরাপত্তা প্রদান করে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভ্যন্তরীণ #চাঁদাবাজি #দমন