

বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুর যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাধবপুর যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জালাল উদ্দিন লস্কর মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে শফিকুল ইসলাম শামীমের কবর জিয়ারত ও দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম,মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ,শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান,মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম,পিআইও নুর মামুন,আনসার ভিডিপি অফিসার কামরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিরাজুল ইসলাম তানজিল, মাসুম মিয়া প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মির্জা হাসান আলী। উল্লেখ্য ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় ২১ জুলাই ঢাকা জেলার সাভারে পুলিশের গুলিতে নিহত হন ক্ষুদে ব্যবসায়ী নিঃসন্তান শফিকুল ইসলাম।পরদিন শিমুলঘরে তার লাশ দাফন করা হয়। সকাল ১০ টায় মাধবপুর উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল প্রমূখ।
বিষয়: #মর্যাদা #মাধবপুর #যথাযোগ্য