

শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই,হবিগঞ্জে সৈয়দ মোঃফয়সল।
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই,হবিগঞ্জে সৈয়দ মোঃফয়সল।
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল বলেন,আমি ৩৫ বছর ধরে বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।একাধিকবার হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি।সব সময় জনগণের পাশে থেকে।১৯৯১ সালে তৎকালীন পল্লী উন্নয়ন স্হানীয় ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে মাধবপুর থেকে ধর্মঘর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে।চৌমুহনী সোনাই নদীতে বিশাল সেতু নির্মাণ করেছি।এরফলে ধর্মঘরের সাথে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে।বুল্লার রাস্তা,খরকির রাস্তা,বাঘাসুরার রাস্তা আমার হাত ধরে করা হয়েছে।আমি কিছু পাওয়ার চেষ্টা করিনি।শুধু মানুষের ভালবাসা চেয়েছি।জনগণের অনুরোধে আগামি সংসদ নির্বাচনে আমি অংশ নিতে চাই।এবার আপনারা আমাকে খালি হাতে ফেরত দেবেননা।জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই।
শনিবার সকারে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে সৈয়দ মোঃ ফয়সল শিক্ষাবৃত্তি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তিনি আরো বলেন,প্রধান উপদেষ্টা লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন।ফেব্রুয়ারিতে এ দেশে নির্বাচন হবে।নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে তাদের মূল্যায়ন করতে হবে।তিনি বলেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীতে জাতির জন্য সব কিছু বলা হয়েছে।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,অধ্যক্ষ সিরাজুল হক,সাবেক পৌর মেয়র ওরবিএনপি নেতা হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল,ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমূখ।
উল্লেখ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের ধারাবাহিকতায় আজ ধর্মঘর ইউনিয়নের ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিষয়: #আমরা #গড়তে #চাই #নতুন #বাংলাদেশ #মোঃফয়সল #সৈয়দ #হবিগঞ্জে