

রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » অসুস্থ সমাজ
অসুস্থ সমাজ
বিপুল চন্দ্র রায়
আমাদের সমাজ আজ বড়ই অসুস্থ,
নীতির মূলে পচন, মনটা বড়ই রুষ্ট।
মিথ্যের জয়গান বাজে ফিক ফিক হাসে,
সত্য আজ মুখ লুকিয়ে নীরবে কাঁদে।
লোভের আগুনে পুড়ছে বিবেক দগ্ধ,
মানবতার আলো নিভু নিভু, বড্ড মন্দ।
সম্প্রীতির সুর আজ বেসুরে বাজে,
হিংসার বিষাক্ত ছোবল হানে সমাজে।
ধনী-গরিবের ব্যবধান বাড়ছে প্রতিদিন,
শোষণ আর বঞ্চনায় ভরেছে আজ ঋণ।
শিক্ষা আজ শুধুই পণ্য, জ্ঞান বিলীন প্রায়,
মানবিকতার স্নিগ্ধ ছোঁয়া, কোথায় হারায়?
অশান্তির দাবানল জ্বলছে দিকে দিকে,
শান্তি যেন আজ নিরাশ্রয়, পালিয়ে বেড়ায় ফিকে।
তবুও স্বপ্ন দেখি এক নতুন ভোরের,
যেখানে সুস্থ হবে সমাজ, ফিরবে মানবপ্রেমের।
সুস্থ সমাজের স্বপ্ন, পূরণ হবে কি কোনোদিন,
নাকি এভাবেই বয়ে চলবে জীবন প্রতিদিন?
বিষয়: #অসুস্থ #সমাজ