

শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিনদিন কম থাকবে বৃষ্টি, চলতি সপ্তাহেই লঘুচাপ
তিনদিন কম থাকবে বৃষ্টি, চলতি সপ্তাহেই লঘুচাপ
বজ্রকণ্ঠ ডেস্ক::
গতকাল বৃহস্পতিবার থেকেই সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আজ শুক্রবারও দেশের দুই বিভাগ ছাড়া অন্য অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে তিনদিন কম থাকার পর আগামী সোমবার থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।
শুক্রবার (১৮ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কম থাকবে। ২৪ জুলাই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর আগে বৃষ্টি কমবে-বাড়বে। তবে আগামী তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।
আগামীকাল শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।
বিষয়: #কম #চলতি #তিনদিন #থাকবে #বৃষ্টি #লঘুচাপ #সপ্তাহেই