সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
![]()
দেশে চলমান সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অর্ধশতাধিক বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। এক বিবৃতিতে তাঁরা অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও সাংবাদিক ফরহাদ হুমায়ুন মিলনসহ নির্যাতিত সংবাদকর্মীদের সুরক্ষার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সম্প্রতি যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি, গ্রেপ্তার, নির্যাতন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে, তা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে সাংবাদিক ফরহাদ হুমায়ুন মিলনের বিরুদ্ধে করা মামলা, গ্রেফতার এবং তাঁর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একইসাথে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনে মামলা দিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র গত ১১ মাসে সারাদেশে মোট ৪২১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ২০ জন সাংবাদিক বর্তমানে কারাবন্দি রয়েছেন। এই পরিসংখ্যান স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
উল্লেখযোগ্য সাংবাদিক ব্যক্তিত্বদের মধ্যে বিবৃতিতে স্বাক্ষর করেছেন—আবু জাকারিয়া সূর্য (সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন), সৈয়দ শফিকুল আলম, সুমন রহমান, তৌফিক ফাকরুজ্জামান, কাজী জুলফিকার রহমান, রিয়াজ হায়দার চৌধুরী, সৈয়দ বোরহান কবীর, রোজিনা করিম রোজা, সাজেদা পারভীন, গাজী তুহুরা আহমেদসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।
তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অবিলম্বে কারাবন্দিদের মুক্তি এবং গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির আহ্বান জানান।
বিবৃতিদাতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো প্রচেষ্টা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সেই সাথে তারা সকল সাংবাদিক, মিডিয়া হাউজ ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিষয়: #অর্ধশতাধিক #কারাবন্দি #নির্যাতন #প্রতিবাদ #বিবৃতি #মুক্তি #সাংবাদিক




দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, নিহত বেড়ে ৬
৫.৭ মাত্রার ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯
নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা
রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
