

রবিবার ● ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুবলীগ নেতা বাবুলকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।।
যুবলীগ নেতা বাবুলকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।।
” হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর হাতে আটক যুবলীগ নেতা বাবুলকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।।”
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হাতে আটক হওয়া যুবলীগ নেতা বাবুল মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের মামলায় গ্রেফতার দেখিয়ে ৫জুলাই(শনিবার)আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন বানিয়াচং থানা পুলিশ।
থানা পুলিশ ও সেনা ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানাযায়,গতকাল ৪ঠা জুলাই(শুক্রবার) উপজেলার সুন্দরপুর গ্রামের মাইদ্দের বিল নামক এর কাছ থেকে বানিয়াচং উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গত বছরের ৫ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃবাবুল মিয়া(৪২)কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ সদস্য সন্ধ্যার পর আটক করে তাকে শারীরিক নির্যাতন করেন।
পরে আটককৃত বাবুল মিয়াকে নিয়ে ছাত্র আন্দোলনকারীগন বানিয়াচং থানা পুলিশের কাছে দেওয়ার জন্য রওয়ানা হন।
পথিমধ্যে বানিয়াচং উপজেলায় অবস্থানরত(আর্মি- ৬৪ইবি)সেনা ক্যাম্পের সামনে আসলে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্প থেকে বাহির হয়ে তাদের সবাইকে সেনা ক্যাম্পে নিয়ে যান।
তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীগন সেনাবাহিনীর নিকট তাদের পরিচয় দিয়ে আটককৃত যুবলীগ নেতা বাবুল মিয়া সম্পর্কে অভিযোগ করে বলেন,গত বছরের তাদের জুলাই আন্দোলন চলাকালে বাবুল মিয়া নেতৃত্ব দিয়েছেন এমনকি তিনি নিজেও ছাত্রদের উপর সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন।
এ সময় ছাত্রদের উপর বাবুল মিয়াসহ দলীয় নেতাকর্মীর দ্ধারাতে ছাত্রদের উপর হামলা সংক্রান্ত ভিডিও ফুটেজ দেখানো হয়।
এই সূত্রের জের ধরে তারা যুবলীগ নেতাকে আটক করেছেন বলে জানিয়েছেন।
সেনাবাহিনী ছাত্রদের দেখানো ভিডিও ফুটেজে হামলার সত্যতা পেয়ে রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মাধ্যমে আটককৃত বাবুল মিয়াকে নিয়ে থানায় যান সেনাবাহিনী।
থানায় উপস্থিত হয়ে দায়িত্বরত ডিউটি অফিসার এসআই রুপক এর নিকট বাবুল মিয়াকে হস্তান্তর করা হয়।
আটক যুবলীগ নেতা বাবুল মিয়া(৪২)বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের দোকানটুলা মহল্লার মৃত লিবাছ মিয়ার পুত্র।
এছাড়াও যুবলীগ নেতা বাবুল মিয়ার বানিয়াচং উপজেলাবাসীর কাছে একজন ভালো মানের ফুটবল খেলোয়ার হিসাবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
বাবুল মিয়া বানিয়াচং উপজেলা ক্রিড়া সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীগনআটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম”ফেইসবুকে”জানাজানি হয়ে পড়লে,দেশ বিদেশ প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেম এমনকি তার মতো একজন সাদা মনের ভালো মানুষ হিসাবে দলমত নির্বিশেষে গতকাল শুক্রবার থেকে ৫ জুলাই(শনিবার)এই রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত বাবুল মিয়ার ছবি দিয়ে এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ প্রকাশ হতে দেখা যাচ্ছিলো ফেইসবুক এর কল্যানে।
যুবলীগ নেতা বাবুল মিয়া আটকের ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তাফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,গতকাল ছাত্রদের হাতে আটক হওয়া যুবলীগ নেতা বাবুল মিয়াকে গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় আহতদের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত বছরের জুলাই মাস থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট পর্যন্ত নিহত ও আহতদের ঘটনায় বানিয়াচং থানায় ৯ মার্ডার ও আহতদের ঘটনায় ৬টি মামলা হয়েছে।
এসব মামলায় সাবেক দু’জন এমপি,উপজেলার চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান ও কয়েকশত আ’লীগ নেতাকর্মীকে আসামী করা হয়।
এছাড়াও বিভিন্ন উপজেলার আ’লীগ নেতাকর্মী এবং ইউরোপসহ অনেক দেশের প্রবাসীদেরকেও আসামী করা হয়েছে।
বর্তমানে ৯ মার্ডার মামলায় সাবেক এমপি,দুইজন ইউপি চেয়ারম্যানসহ অনেক নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।
বিষয়: #আদালত #কারাগার #গ্রেফতার #দেখিয়ে #নেতা #প্রেরণ #বাবুল #বিরোধী #বৈষম্য #মাধ্যম #মামলা #যুবলীগ