বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » খুলনা » আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রিমেল প্রতিপক্ষের হাসুয়ার কোপে মারাত্মক জখম !
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রিমেল প্রতিপক্ষের হাসুয়ার কোপে মারাত্মক জখম !
দৌলতপুর প্রতিনিধি ::
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রিমেল গত ৬ জুন বিকেলে গ্রামের বাড়ী সাদীপর নিজ জমি দেখতে গিয়ে পূর্ব শত্রতার জেরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে মারাত্মক জখম এবং আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জানাগেছে গত ৬ জুন বিকালে মেহেদী হাসান রিমেল শাদিপুর গ্রামের বাড়িতে নিজ জমি চাষ আবাদ দেখাশোনার জন্য বেড়াতে গেলে, প্রতিপক্ষ আসামি আব্দুল্লাহ আল ইলিয়াস রিপন (৩৫) পিতা-মৃত-মহাব্বত আলী, গ্রাম সাদিপুর, ওৎ পেতে থাকা আসামি রিপন, রিমেলকে দেখে তাকে খুন করার উদ্দেশ্যে উপর্যুপরি ধারালো হাসুয়া দিয়ে কোপাতে থাকে, শিক্ষক রিমেল হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার দুই হাতে কব্জি ও তালু মারাত্মকভাবে রক্তাত্ব জখম হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসামি বিপণ পালিয়ে যায়। রিমেল কে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে দৌলতপুর থানায় গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর- ১৬, দুই সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রিমেলের পরিবার এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করছে। এদিকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা ও এলাকাকাসী। এ ব্যাপারে বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করছে। বিষয়টি উদ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
বিষয়: #আল্লারদর্গা #কোপ #জখম #প্রতিপক্ষ #বিদ্যালয় #মাধ্যমিক #মারাত্মক #রিমেল #শিক্ষক #হাসুয়া




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
