বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » নয়া বধূ
নয়া বধূ

বিপুল চন্দ্র রায়
নয়া বধূ এসেছে আমার ঘরে
সংসার আলোয় ঝলমল করে।
সকাল-সাঁঝে কাজেকর্মে
বধূ আমার আনন্দে হাসে।
আমার ঘরের বধূ সে
রান্না রেঁধেছ কদু।
হাতে আছে তার যাদু
খাবার হয় খুব সুস্বাদু।
বধূ যদি হয় লক্ষ্মী সে
ঘর আলোয় আলোকিত করবে।
সংসার সুখের গড়বে,
থাকবেনা দুঃখ কারো তরে।
বিষয়: #নয়া #বধূ




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
