

বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাজাদুল হক ওরফে সাজাদ মন্ডল (৬৩)কে গ্রেফতার করেছে। বুধবার রাতে আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজাদুল হক মন্ডল উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের জাছের আলী মন্ডলের ছেলে। তাকে বিস্ফোরক মামললায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,গত বছরের আগষ্ট মাসে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় সাজাদুল হক মন্ডল তদন্তপ্রাপ্ত আসামী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজাদুল হক মন্ডলকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #আওয়ামীলীগ #গ্রেফতার #নেতা #বিস্ফোরক #মামলায় #রাণীনগরে