

বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের বিনাপ্রতিদ্বন্দিতায় শামীম-অলি পরিষদ।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের বিনাপ্রতিদ্বন্দিতায় শামীম-অলি পরিষদ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কের ব্রঙ্কস ব্যুরোর প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন বিনাপ্রতিদ্বন্দিতায় শামীম-অলি প্যানেলের পুর্ন প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান ও মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাশ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতুন দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক সফিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক গোলজার হোসেন, সাদস্যিক সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলি রহমান, কার্যকরী সদস্য : বিলাল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত এবং ফখরুল ইসলাম চৌধুরী।
বিষয়: #অব #অলি #পরিষদ #বাংলাদেশ #বিনাপ্রতিদ্বন্দিতায় #ব্রঙ্কস #শামীম #সোসাইটি