শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » কবির মা আমি
কবির মা আমি
বিপুল চন্দ্র রায়
![]()
মা বলছে ডেকে,বাবা!
লোকমুখে শুনছি_
খবরে কাগজে নাকি তোর নাম
কী এমন করেছিস কাম?
ভয়ে ভয়ে কাটে দিন,
তোকে ধরে নিয়ে যায় যদি কোনদিন
কী এমন করেছিস ভুল?
বল বাবা বল সত্য কথা বল।
শোন মা বলছি-
হাসো-হাসো,ভয়ের কিছু নাই,
খুশির খবর জানাই_
পত্রিকায় পাতায় কবিতা লিখছি।
লোকজনে যে হিসাবে কয়,
তোর যদি কিছু হয়, বাবা!
তাই পেয়েছি ভয়! কবির মা আমি!
তোকে নিয়ে গর্ব আজ হয়।
বিষয়: #আমি #কবির #মা




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
