

শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » স্রোতস্বিনী
স্রোতস্বিনী
বিপুল চন্দ্র রায়
দেশান্তরী হয়ে যোগাযোগহীন
বিনা সুতোয় বাঁধা দুটি মন অজানা পথে গন্তব্যহীন!
হৃদয় কপাটে পেরেক মারা,
রক্ত ঝড়ছে, ক্ষত-বিক্ষত হৃদয়,
দুচোখে অশ্রুজল অনুভূতির মৃত্যু!
অভিযোগের নথিপত্র আদালত পাড়ায়
হৃদয় বোর্ডে নোটিশ টাঙানো কে দোষী?
কতদিন স্বাক্ষাত নেই, সংলাপ নেই,
অথচ মন বলছে আজ
তুমিবিহীন পথচলা যেন পরাস্ত জীবন।
এই জীবনে থেকেও যেতে পারতে,
কেন ভুল বুঝে চলে গেছো বহুদূরে…
বিশ্বাস করো স্রোতস্বিনী!
জীবন জুড়ে যতটুকু পেরেছি,
ভালোবেসেছি সত্যি!
অন্ধকারের বলয় ভেঙে আসো আলোতে
আবার প্রেমের সাগরে ভাসি,
হৃদয় গহিনে আঁকি নতুন স্বপ্ন।
বিষয়: #চন্দ্র #বিপুল #রায় #স্রোতস্বিনী