

শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের নির্বাচনে একক প্যানেল শামীম-অলি পরিষদ।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের নির্বাচনে একক প্যানেল শামীম-অলি পরিষদ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ ::
নিউইয়র্কের ব্রঙ্কসের ঐতিহ্যবাহী প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নির্বাচনে একমাত্র একক প্যানেল হিসেবে শামীম-অলি পরিষদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গত ১৪ ই মে সোসাইটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের দিন শেষ সময়ে এসে একমাত্র একক প্যানেল হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ পরিষদ।এর ফলে ২৫শে মে নির্বাচনের দিন শামীম-অলি পরিষদ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।
১৯৯৮ সালে শুরু হওয়া ব্রঙ্কসে বাংলাদেশীদের একমাত্র সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের স্ট্রালিন বাংলাবাজারের নীরব রেস্টুরেন্টে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ২৫ সদস্যের কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র জমা করেন একমাত্র প্যানেলটি।সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম,অপর দুই নির্বাচন কমিশনার হলেন মোঃ শামীম মিয়া ও আবু কাউছার চিশতি।
আনুষ্ঠানিকভাবে শামীম অলি পরিষদ কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন।মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ আব্দুস শহীদ,উপদেষ্টা আব্দুল মুহিত,বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম,সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম,বর্তমান সভাপতি সামাদ মিয়া জাকারিয়া।
প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম বলেন পার্কচেস্টারের স্ট্রালিন এভিনিউর নাম সরকারিভাবে পরিবর্তন করে বাংলাবাজার নামকরণ করা হয়েছিল বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের মাধ্যমে যা আমাদের জন্য ছিল অত্যন্ত গর্বের বিষয়।
নির্বাচন কমিশন থেকে জানানো হয় যে আগামী ২৫ই মে নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্যানেল কে নির্বাচিত ঘোষণা করা হবে যেহেতু শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আর কোনো প্যানেল নেই।
বিষয়: #অব #অলি #একক #নিউইয়র্ক #নির্বাচন #পরিষদ #প্যানেল #বাংলাদেশ #ব্রঙ্কস #শামীম #সোসাইটি