

রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বাহুবল থানার বদলীকৃত এসআই বহাল তবিয়তে/ কনস্টেবলের ঘুষ বাণিজ্যের অভিযোগ।।
হবিগঞ্জের বাহুবল থানার বদলীকৃত এসআই বহাল তবিয়তে/ কনস্টেবলের ঘুষ বাণিজ্যের অভিযোগ।।
নিজস্ব প্রতিনিধি :::
হবিগঞ্জের বাহুবল মডেল থানায় কর্মরত জনৈক এক এস আই ও দুই কনস্টেবলের বিরুদ্ধে গোপনীয় তথ্য প্রকাশ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
এনিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানান আলোচনা সমালোচনা।
জানা যায়,এস আই মুকসেদ ও কনস্টেবল জবরু সহ অপর এক পুলিশ সদস্য আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করে আসছিলেন। গত বছরের ৫ আগষ্ট দেশের বিভিন্ন জায়গায় পুলিশের রদবদল হলেও তারা রয়ে গেছেন বহাল তবিয়তে। এছাড়াও আওয়ামীলীগ নেতা কর্মীদের বিভিন্ন গোপনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা সহ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোয়ারা আদায়ের দৃশ্যে নিয়েও পুরো উপজেলা জুড়ে চলছে নানান সমালোচনা। অনেকেই ওদের বদলীর দাবি জানিয়েছেন।
এছাডা এসআই আবু মোকশেদ -গত ১৫/০৫/২০২২ ইং যোগদান করেন এবং গত ১মাস আগে হবিগঞ্জ সদর থানায় বদলীর আদেশ হয়। তিনি এই অপেক্ষা করে এখনও রয়েছেন বহাল তবিয়তে। এমনকি, কনস্টেবল জাবির ১০/০৪/২০১৯ ইং মিয়া, আনোয়ার মিয়া গত ০৭/০৯/২০২২ সালে যোগদানের পর চাকরির মেয়াদকাল অতিবাহিত হলেও দাপটের সাথে বিভিন্ন উপায়ে অর্থ বাণিজ্য করাসহ তাদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
অন্যদিকে,তাদের এসব কাজের সহযোগী কম্পিউটার অপারেটর আনোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে ঘুষ বাণিজ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ বাহুবল উপজেলাবাসী।
তাদের তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।
বিষয়: #অভিযোগ #এসআই #কনস্টেবল #ঘুষ #তবিয়ত #থানা #বদলীকৃত #বহাল #বাণিজ্যে #বাহুবল #হবিগঞ্জ