

শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » যুদ্ধই জীবন
যুদ্ধই জীবন
বিপুল চন্দ্র রায়
পৃথিবী হচ্ছে যুদ্ধের ময়দান
আর আমরা হচ্ছি যোদ্ধা।
জীবন মানেই যুদ্ধ যুদ্ধ খেলা,
ধর্ম যুদ্ধ, কর্ম যুদ্ধ, বাঁচার জন্য যুদ্ধ,
এক মুঠো ভাতের জন্য যুদ্ধ,
বস্ত্রের জন্য যুদ্ধ,বাসস্থানের জন্য যুদ্ধ,
শিক্ষার জন্য যুদ্ধ, চিকিৎসার জন্য যুদ্ধ,
মনস্তাত্ত্বিক যুদ্ধ,জীবন মানেই যুদ্ধ!
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন
যুদ্ধই ধ্বংস যুদ্ধই জয়-পরাজয়।
ইতিহাস তাই বলে_
যারা যুগে যুগে করেছে সংগ্রাম,
আজ তাঁরাই জগতের কীর্তিমান।
বিষয়: #জীবন #যুদ্ধই
