

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » সুফি মিজানের বিরুদ্ধে মামলা, ইউআইটিএস শিক্ষার্থীদের বিক্ষোভ
সুফি মিজানের বিরুদ্ধে মামলা, ইউআইটিএস শিক্ষার্থীদের বিক্ষোভ
বজ্রকণ্ঠ ডেস্ক::
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজারে বিক্ষোভ করছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা অভিমুখী প্রগতি সরণিতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা রাস্তার এক পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন। তারা সুফি মুহাম্মদ মিজানুর রহমানের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।
সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চট্টগ্রামভিত্তিক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমানসহ ২০১ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাংবাদিক, অভিনেতা ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা।
মামলার অভিযোগে বাদী এম এ হাশেম রাজু উল্লেখ করেন এজাহারভুক্ত ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়ন করেছেন।
বিষয়: #ইউআইটিএস #বিক্ষোভ #বিরুদ্ধে #মামলা #মিজানের #শিক্ষার্থীদের #সুফি
