বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড
মনির হোসেন, মংলা
![]()
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, দুপুরে কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন চাহিদা পূরণে এগিয়ে এসেছে। কোস্টগার্ড বিভিন্ন সময়ে চিকিৎসা প্রচারণার মাধ্যমে অভাবী ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, ১৭ এপ্রিল, ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বাগেরহাট জেলার মোংলা থানার আওতাধীন জয়মনিঘোল এবং সংলগ্ন এলাকায় একটি চিকিৎসা অভিযান পরিচালনা করে এবং দুই শতাধিক অসহায়, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। এই কার্যক্রমের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার সার্জন লে. কমান্ডার মাকসুদা জাহান, এএমসি। এই সময়ে জয়মনিঘোল পরিদর্শনে আসা মিলিটারি সাপোর্ট এলিমেন্ট, ইউএস, এমাসির ০২ জন প্রতিনিধি চিকিৎসা অভিযান পর্যবেক্ষণ করেন।
এছাড়াও, অবৈধ মাছ ধরা, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ সুরক্ষা, নৌকা ও নৌপথে জীবন ও সম্পত্তির সুরক্ষা ইত্যাদি বিষয়ে স্থানীয় জেলেদের জনসচেতনতামূলক বক্তৃতা দেওয়া হয়। জনসচেতনতামূলক এই সভায় স্থানীয় প্রশাসন, বন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিষয়: #করেছে #কোস্টগার্ড #চিকিৎসা #প্রদান #বিনামূল্যে #মোংলা #সেবা




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
