বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ‘সি৭৫’ লাইন-আপে নতুন চমক আনছে রিয়েলমি
‘সি৭৫’ লাইন-আপে নতুন চমক আনছে রিয়েলমি
সৈয়দ মিজান::
![]()
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারো আলোড়ন তুলতে পারে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। কোম্পানিটি জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি বাজারে আনতে পারে, এবং এটির নাম হতে পারে ‘সি৭৫এক্স’।
ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনে থাকবে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ইন্ডাস্ট্রি ইনসাইডারসের তথ্যমতে, এই ডিভাইসে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা সাধারণত সাশ্রয়ী ফোনগুলোতে দেখা যায় না। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা দুর্ঘটনাবশঃত হাত থেকে পড়ে যাওয়ার মতো ঘটনায়ও নিরাপদ থাকবে ডিভাইসটি। এছাড়া- স্মার্টফোনটিতে আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা।
আরো গুঞ্জন আছে- এ মোবাইলে থাকতে পারে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ৫৬০০এমএএইচ শক্তিশালী ক্যামেরা; যা মিনিমাল ডাউনটাইম-সহ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটি দেখতে হবে প্রিমিয়াম ডিজাইন এর, স্বাচ্ছন্দ্য ও নন্দনিকতার অভিনব মিশেল।
স্মার্টফোনটির দাম ও স্পেশিফিকেশন বিষয়ে বিস্তারিত জানতে, অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। তাই আগ্রহীরা চোখ রাখুন- রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে।
বিষয়: #আপ #চমক #নতুন #রিয়েলমি #লাইন #সি৭৫




দেশের বাজারে এক্স৯ডি উন্মোচন করল অনার ক্রিকেটার সাইফ হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে, পরিচয়ে বাংলালিংক
বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
