সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
মনির হোসেন
উত্তাল সমুদ্র হতে ইঞ্জিন বিকল ফিশিং ট্রলার ‘মায়ের দোয়া’ এর ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
![]()
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, (২৪ মার্চ) সোমবার ভোর ৪ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক ১৮ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উক্ত সমুদ্র এলাকায় গমন করে। দীর্ঘ ৮ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে দুপুর ১২ টায় বিকল হওয়া ট্রলারসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের ট্রলারসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, ফিশিং ট্রলারটি গত ১৮ মার্চ চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৯ মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।
উদ্ধারকৃত সকলেই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
বিষয়: #ইঞ্জিন #ট্রলারসহ #ফিশিং #বিকল




ছাতকে নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক
কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০
শোক সংবাদ
সুন্দরবনের নিরাপত্তা ও দস্যুতা দমনে নিরলসভাবে কাজ করছে কোস্টগার্ড
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি আসা ভারতীয় শাড়িসহ এক পাচারকারী আটক
মসজিদে প্রবেশ ও নামাজ পড়তে নিষেধাজ্ঞা দিয়ে যুবকের বিরুদ্ধে মাইকিং সর্বত্র সমালোচনা ঝড়।।
রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
