 
       
  বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০
২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০
তথ্যপ্রযুক্তি ডেস্ক:

প্রায় ২৫ বছর আগের কথা। সে সময় চমক নিয়ে হাজির হয়েছিল নকিয়া ৩২১০ মডেলের ফোন। ১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়েছিল। বলা যায়, সেই সময় তারহীন যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারটা যেন নকিয়ার এই মডেলের হাত ধরেই হয়েছিল।
তখন সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় মডেলটি। এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নকিয়া ৩২১০ মডেল। এখন পর্যন্ত ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে মডেলটি।
পুরোনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো মডেলটি। আইকন হয়েও ওঠা ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। দাম ৬ হাজার ৫০০ টাকা।
তিনটি আকর্ষণীয় কালার- ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজুলেশনের ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক ৮ ঘণ্টা পর্যন্ত। ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক।
ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এ ফোনে। এ ছাড়া আছে এফএম রেডিও, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির সাথে আছে বান্ডল প্যাকেজ অফার।
বিষয়: #আসছে #নকিয়া #পর #২৫ বছর #৩২১০
 

 
       
       
      



 অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
    অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন     ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
    ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো     প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
    প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ     হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
    হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো     দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
    দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক     কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
    কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে     দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
    দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক     ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
    ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩     সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা
    সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা     নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
    নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 