শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিশেষ » তরুন প্রতিভার অনন্য উদযাপন
প্রথম পাতা » বিশেষ » তরুন প্রতিভার অনন্য উদযাপন
১৭৪ বার পঠিত
বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুন প্রতিভার অনন্য উদযাপন

সৈয়দ মিজান ::

ওয়াটসঅন আয়োজন করেছে এক অনন্য অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে নতুন প্রজন্মের শিল্পী, সংগীতশিল্পী, শিক্ষার্থী, এবং ব্যবসায়ীদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে। তরুন প্রতিভার অনন্য উদযাপন

ওয়াটসঅন অ্যাওয়ার্ডস পার্টি বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ শিল্পী, সংগীতশিল্পী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস পার্টি ২০২৫ এবছর ৩ জানুয়ারি, শুক্রবার, উত্তরা, ঢাকার ওয়াটসঅন একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এই অ্যাওয়ার্ড ফাংশনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ, ভারত এবং প্রবাসের সকল তরুণ প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া। ওয়াটসঅন বিশ্বাস করে যে বাংলার মিউজিক ও আর্টকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের অনুপ্রেরণা অত্যন্ত জরুরি। ওয়াটসঅন বাংলা ও বাঙালির ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রায় ৩০ বছর ধরে আন্তর্জাতিকভাবে কাজ করছে এবং বিশ্বের তরুণ প্রতিভাদের প্রচার করছে।

বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মি. জামাল নাসের খান এবং সমাজকল্যান অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মি. শাহজাহান। ওয়াটসঅনকে ধন্যবাদ জানিয়ে মি. খান বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখযোগ্য পুরস্কার প্রাপকেরা হলেন:
বেস্ট অ্যালবাম অ্যাওয়ার্ড অর্জন করেছেন তরুণ প্রজন্মের সিঙ্গার-সং রাইটার রোদসী। তার ১১টি গান নিয়ে তৈরি ডেবিউ অ্যালবাম ‘অনুভূতির আলোড়ন’-এর জন্য তিনি এই সম্মান পেয়েছেন। তার গান ‘কাঠের প্রজাপতি’, ‘শুভযাত্রা’, এবং ‘এই শহরে’ নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বেস্ট সং অ্যাওয়ার্ড পেয়েছেন সায়েম জয়, বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিভাবান সিঙ্গার-সং রাইটার। তার জনপ্রিয় গান ‘খুব মনে পড়ে’-এর জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় গানগুলির মধ্যে ‘এই মন’, ‘কী বিষণ্ণ’, ‘আমি তোমায় খুঁজি’, এবং ‘লোনা দেয়াল’ শ্রোতাদের মুগ্ধ করে এসেছে। বাংলা ব্যান্ড ফিলোসোফার্স তাদের সৃজনশীলতা, গভীরতাপূর্ণ গান, এবং মনোমুগ্ধকর সুরের জন্য বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে। তাদের প্রগতিশীল লিরিক্স ও সঙ্গীত দক্ষতা বাংলা সঙ্গীতের জগতে নতুন মাত্রা যোগ করেছে। বেস্ট লেজেন্ড অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন শহীদুল্লাহ ফরায়জী, যিনি জীবনমুখী বাংলা গান লিখে চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করেছেন। তার মর্মস্পর্শী গান চলচ্চিত্র ও অডিও অ্যালবামে দেশের সঙ্গীতাঙ্গনে বিশাল খ্যাতি অর্জন করেছে। এবং বেস্ট নিউ জেনারেশন আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবু, একজন তরুণ প্রজন্মের বাংলাদেশী গায়ক এবং সুরকার। তিনি ঐতিহ্যবাহী বাংলা সুরের সাথে আধুনিক সাউন্ড মিশিয়ে গান তৈরি করেন। তার জনপ্রিয় গান “কোনো এক রাতে”-এর জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন।

এছাড়াও বিজনেস ক্যাটাগরি থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে, গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার। বেস্ট স্যালন পুরস্কার জিতেছে সোহেলস রেজর, বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে দীগন্ত হেলথ কেয়ার এবং বেস্ট এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রেইনিকা ইনকর্পোরেটেড।

এই জমকালো সন্ধ্যায় পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোরম লাইভ মিউজিক পারফরম্যান্স, ডিনার, এবং নেটওয়ার্কিং রিসেপশন এবং শিক্ষার্থীদের IT সার্টিফিকেট প্রদান।
ওয়াটসঅন -এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম অনুষ্ঠানে বলেন,
“তরুণ প্রজন্মের সমাজে বদল আনতে পারবে এমন শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম দিতে পারা আমাদের জন্য একটি সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধা তুলে ধরাই আমাদের লক্ষ্য। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস সফল করার জন্য সবাইকে ধন্যবাদ।”



বিষয়: #  #


--- ---

বিশেষ এর আরও খবর

এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক! ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”। ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়? সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে  জাতীয় সর্বত্র  অস্থিতিশীলতা বহুমুখী সংকটে  ব্রিটিশ লেবার পার্টি স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ  ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ  নুরুল হক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
গণভোটে রাজনৈতিক দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নিবে সরকার
পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা
তৃতীয়বারের মতো জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
শাপলা কলিতেই রাজি এনসিপি
মোহাম্মদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু
বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির আভাস
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ১১
স্বার্থসিদ্ধির জন্য নির্বাচন বিলম্ব করতে চাইছে একটি শ্রেণি: আমির খসরু