শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত-২১
মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত-২১
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২১ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষ থানায় মামলা করেনি এবং কোনো পক্ষের লোকজন আটক হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ সর্দারের গোষ্ঠী ও মাহফুজ মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ ২১ জন আহত হয়। আহতরা হলেন, কাদির মিয়া(৭৫), নাছির মিয়া (৪০), আঃজলিল-(৩৫), মাসুক মিয়া(৪৩), আবু ছালেক(৩২), গফুর মিয়া (৫৫), সুমন মিয়া(২২),
ফিরোজ মিয়া-(৮৫), আশরাফুল (১৬), মাহিন(১৭), খসরু(৫০), মাহমুদা বেগম (৪৫), আলফু(৭৫), মেমরাজ(২৫),আরিফ মিয়া (২৫), আফিয়া বেগম(৭০), আরাফাত (১৬),শরীফ মিয়া (২০), সাইফুল মিয়া (১৪),সজীব মিয়া (১৫), রাসেল মিয়া(৩২)।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুমন মিয়া(২২) ও ফিরোজ মিয়া-(৯৫) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ্যবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: #ক্রিকেট #খেলা #মাধবপুর




একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
