বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জের ধোপাজান নদীতে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের কোম্পানী কর্তৃক বেপরোয়াভাবে খনিজ বালি লুটতরাজ ও যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত এলাকা হতে বালি উত্তোলন বন্ধ,সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা,জেলা সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন গনদাবী বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোঃ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনসিপি নেতা মকবুল হোসেন,মাসুম আহমদ,শাহনূর তালুকদার,মেহেদী হাসান সাকিব,লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক এনডি উছমান গনি,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব ও সদস্যসচিব মোঃ রিদওয়ানুল হক নিহালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে আগত সকলকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলা আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন,আজ সুনামগঞ্জ শহরে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে আমরা এক কণ্ঠে বলেছি “বালু লুটতরাজ বন্ধ করো, দুর্নীতি রুখো, উন্নয়ন চাই স্বচ্ছতায়, সেবা চাই জনগণের জন্য”। তিনি বলেন,ধোপাজান নদীর বালু লুটতরাজ, সরকারি হাসপাতালের অনিয়ম, চার লেন সড়কের ধীরগতি ও জেলার সর্বত্র চলমান দুর্নীতির বিরুদ্ধে আজ সুনামগঞ্জের মানুষ রাস্তায় নেমেছে। কারণ আমরা বিশ্বাস করি নীরবতা নয়,প্রতিরোধই পরিবর্তনের পথ। এই মানববন্ধন ছিল জনগণের সোচ্চার প্রতিবাদ কণ্ঠের বহি:প্রকাশ,অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। আমরা ভয় পাই না,পিছু হটি না। কারণ সুনামগঞ্জের মাটি ও মানুষ জানে,“অধিকার আদায় হয় সংগ্রামে,পরিবর্তন আসে ঐক্যে”। যারা কর্মসূচিতে উপস্থিত থেকে ন্যায়ের পতাকা উঁচিয়ে রেখেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন না সুনামগঞ্জ দুর্নীতিমুক্ত,স্বচ্ছ, উন্নত ও নাগরিকবান্ধব হয় ততদিন এনসিপি সুনামগঞ্জের এই লড়াই চলবে। অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী বলেন,জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়াসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণেরও দাবী জানিয়েছি মানববন্ধনে। তিনি বলেন,সুনামগঞ্জকে দুর্নীতিমুক্ত করে আমরা জুলাই বিপ্লবের চেতনায় এই জনপদকে গড়ে তুলতে চাই। সভাপতির বক্তব্যে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোঃ নাসিম বলেন,রাষ্ট্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতরাজ হচ্ছে,হাসপাতালে রোগীরা সেবা পাচ্ছেনা, সব সেক্টরে দুর্নীতি হচ্ছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। তাই গণ আন্দোলনের মাধ্যমে আমরা জেলাবাসীকে সচেতন করছি। জেলার সকল ন্যায়সঙ্গত দাবী পূরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিষয়: #আল #সুনামগঞ্জ #হেলাল




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
