

সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন গ্রেফতার
আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন গ্রেফতার
বজ্রকণ্ঠ প্রতিবেদক ::
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীমা পারভীন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বর্ণমালা একাডেমির পরিচালক পদে রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ-শামিনুল হক জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
জানা যায়, গ্রেফতারকৃত শামীমা পারভীন রত্না দীর্ঘদিন ধরে জেলার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত।
বিষয়: #আওয়ামী #গ্রেফতার #নেত্রী #পারভীন #লীগ #শামীমা