

সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দোয়ারাবাজারে ইউএনও’র পরিদর্শন, বালু উত্তোলনে কঠোর নির্দেশনা
দোয়ারাবাজারে ইউএনও’র পরিদর্শন, বালু উত্তোলনে কঠোর নির্দেশনা
মো:-আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চারগাঁও বাজার সংলগ্ন চেলা নদীর সীমান্তবর্তী এলাকা আজ সোমবার (২৫ আগস্ট) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন—দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ, সোনালী চেলা বিওপি বিজিবি ক্যাম্পের কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক ও এলাকাবাসী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে ইজারার শর্তানুযায়ী সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ রাখার জন্য ইজারাদার ও বালুশ্রমিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, কোনো নৌকা কিংবা শ্রমিক যাতে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম না করে সেজন্য বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় প্রাণহানি রোধ ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, এ সংক্রান্ত নির্দেশনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিষয়: #ইউএনও #উত্তোলন #কঠোর #দোয়ারাবাজার #নির্দেশনা #পরিদর্শন #বালু