

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতির মৃত্যুতে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের শোক।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতির মৃত্যুতে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের শোক।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২৩শে আগস্ট, শনিবার ভোর ৩টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুলতান মাহমুদ শরীফ, ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, নাতি নাতনী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
নেতৃবৃন্দের মধ্যে হলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারন সম্পাদক মোশাহীদ চৌধুরী প্রমূখ।
বিষয়: #আওয়ামীলীগ #নেতৃবৃন্দের #মৃত্যুতে #যুক্তরাজ্য #যুক্তরাষ্ট্র #শোক