মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিনোদন » শাকিব খানের সঙ্গে রুপালি পর্দায় রোমান্সে তানজিন তিশা
শাকিব খানের সঙ্গে রুপালি পর্দায় রোমান্সে তানজিন তিশা
বিনোদন প্রতিবেদক
![]()
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং, নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ, যিনি এ ছবির মাধ্যমে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আসছেন। ছবির বড় অংশের শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।
শাকিব খানের নায়িকা কে হচ্ছেন, এ নিয়ে এতদিন ছিল নানা গুঞ্জন। অবশেষে নিশ্চিত হওয়া গেছে, এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
সিনেমার কাহিনীতে বাস্তব ঘটনার ছায়া থাকবে। দেশের সংবাদমাধ্যমের দাবি, ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনার কিছু প্রেক্ষাপট ব্যবহার করা হতে পারে। তবে শাকিব সরাসরি সেনা কর্মকর্তার চরিত্রে নয়, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে পর্দায় হাজির হবেন। চরিত্রে দেখা যাবে তাকে লোমহর্ষক নানা অপারেশন সফলভাবে সম্পন্ন করতে। গল্পে থাকবে সত্য ঘটনা, নাটকীয়তা ও রাজনৈতিক প্রেক্ষাপটের মিশ্রণ। পাশাপাশি জমকালো অ্যাকশন দৃশ্যও যুক্ত হবে কাহিনীতে।
পরিচালক সাকিব ফাহাদ এতদিন বিজ্ঞাপন ও একাধিক টিভি নাটক নির্মাণ করেছেন। শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র। ছবির শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিষয়: #খান #ছবি #তানজিন #তিশা #পর্দায় #রুপালি #রোমান্সে #শাকিব #সংগৃহীত




ভালোবাসায় বাকরুদ্ধ ‘অলরাউন্ডার’ চমক
একদম শিরদাঁড়ায় এসে বিধঁল, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি
‘আপেল হয়ো না’, কী ইঙ্গিত দিলেন জয়া?
নতুন বছরে ‘গোলাপ’ উপহার দিবেন পরীমণি
আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল : রুক্মিণী
বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মীম
মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ
