সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।
দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।
নিজস্ব প্রতিবেদক :
![]()
হয় সত্য না হয় মৃত্যু। এ প্রতিপাদ্য বুকে ধারণ করে সাহসের সাথে এগিয়ে এসে এই ভিডিওটি ধারণ করলাম। গাজিপুরের মত কিছু ঘটে কিনা? জানি না, তবে সত্য উন্মোচিত হউক তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা, খালটির চরম দূরাবস্থা, পলিথিন,আর পলিথিন কাপড়ের টুকরা ময়লা আবর্জনা ছাড়া কিছুই নেই সেথায়।যেন কেউই দেখার নেই, এই হাত পা বিহীন ভংগুর এই খালটিকে, পিতা মাতাহীন সন্তানদের মতো। এতিম অনাথ এ খালটি, দক্ষিণ কেরানীগঞ্জ এর কালিগঞ্জ গুদারা ঘাট হতে ডানে বামে যত দূর দৃষ্টি যাবে খালে ততদুর খালের মাঝে পলিথিন, আর্বজনা, কাপড়ের টুকরা ময়লার স্তুপ আর স্তুপ পাবেন। দুই পাড়ে দখলদারদের সারি সারি দোকান আর দোকান। ব্রীজ কালভাট ফুটপাত সব জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র দোকান আর দোকান, খালের মাঝে এ পাড় থেকে অন্য পাড়ে ময়লা আবর্জনা দিয়ে রাস্তা তৈরি করে মানুষ চলাচল করছে, কোথায় কোথায়ও বালু দিয়ে ভরাট করা হচ্ছে। কোন ভাবেই চেনা যায় না যে এটি বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত একটি খাল। বুড়িগঙ্গার পাড় হতে শুভাড্ডা ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, খালের কোন অংশই ভাল পেলাম না, অত্যন্ত নাজুক অবস্থা ছাড়া। নির্বিকার চিত্তে মানুষ এ খালে ময়লা আবর্জনা পলিথিন কাপড়ের টুকরা ফেলে ভরাট করে দিয়েছে। বর্ষাকালে বন্য হলে এই এলাকার বাসিন্দারা ভয়ংকর দূর্ভোগে পড়বে। ময়লা আবর্জনার সাথে সাথে মল মূত্রের সীমাহীন ব্যবহার, জঘন্য বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না।
বিষয়: #আবর্জনা #কালিগঞ্জ #কেরানীগঞ্জ #খাল #দক্ষিণ #পরিপূর্ণ #ভরাট #ময়লা




ঢাকায় দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৭
রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড
