

শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সাংবাদিকতা পেশার সংকটে ছাতক: ঐক্য ও নৈতিকতা ফিরিয়ে আনতেই হবে
সাংবাদিকতা পেশার সংকটে ছাতক: ঐক্য ও নৈতিকতা ফিরিয়ে আনতেই হবে
”
আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার
সভাপতি, ছাতক প্রেসক্লাব
ছাতক, সুনামগঞ্জ ”
(ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::
সাংবাদিকতা একটি মহান ও মর্যাদাসম্পন্ন পেশা, যা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য। সমাজের দুর্নীতি, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের পক্ষ হয়ে সত্য প্রকাশই এই পেশার মূল দায়িত্ব। যুগে যুগে আদর্শবাদী, সৎ, নির্লোভ ও সাহসী মানুষরাই এ দায়িত্ব পালন করে গেছেন।
কিন্তু দুঃখজনকভাবে আজ এই পেশাটি অনেক স্থানে প্রশ্নবিদ্ধ। ছাতকেও এর ব্যতিক্রম নয়। ঐতিহ্যবাহী ছাতক প্রেসক্লাব বর্তমানে বিভক্ত। এ সুযোগে কিছু ব্যক্তি “সাংবাদিক” পরিচয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন—মিথ্যা অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো, এবং ব্যক্তিস্বার্থে পেশার অপব্যবহার করছেন।
এতে সাংবাদিকতা পেশার প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা কমে যাচ্ছে। সত্যনিষ্ঠ সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়ছেন। এই পরিস্থিতি গভীর উদ্বেগের এবং অনতিবিলম্বে পরিবর্তন প্রয়োজন।
আমি এই অনৈতিক অবস্থার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবার প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সাংবাদিকদের বিভাজন নয়, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধকে অগ্রাধিকার দিই। সম্মান জানাই আমাদের প্রয়াত সাংবাদিকদের, যাঁরা আদর্শের পথে অটল ছিলেন।
আমার ব্যক্তিগত অঙ্গীকার, ছাতকে গঠনমূলক ও সুশৃঙ্খল সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। সময় থাকতে আমাদের সবাইকে সজাগ হতে হবে, নয়তো এই সংকট বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
বিষয়: #ছাতক #পেশার #সংকট #সাংবাদিকতা