

শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ শহরের লন্ডনীর ভাড়াটিয়া বাসায় চোরের দাঁড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী জনি দাস’র।।
হবিগঞ্জ শহরের লন্ডনীর ভাড়াটিয়া বাসায় চোরের দাঁড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী জনি দাস’র।।
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় ছুরিকাঘাতে জনি দাস নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এসময় তার ভাই গুরুতর আহ’ত হয়েছেন বলেও জানাযায়।
৩রা জুলাই(বৃহস্পতিবার) গভীর রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করে বলেন,চুরির উদ্দেশ্যে আসা অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে ওদের সাথে থাকা দাঁড়ালো অস্ত্র দিয়ে তলপেটে আঘাত করে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বাকতলী গ্রামের নরধণ দাস এর পুত্র নিহত জনি দাস।
জনি দাস শহরের ওই এলাকার মহব্বত মঞ্জিল নূর মিয়া লন্ডনীর বাড়ির এক বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে হবিগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলো।
আহত অবস্থায় জনি দাসকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়ে থাকে জনি দাস এর লাশটি।
এদিকে পুলিশের গোয়েন্দা সূত্রে জানাযায়, এই হত্যার কান্ডের বিষয়টি পুলিশ সুপার একেএম সাজেদুর রহমান স্যারকে অবগত করা হয়েছে।
কিছুক্ষণের ভিতরে তিনি ঘটনাস্থলে যাবেন বলে সূত্রটি নিশ্চিত করেন।
বিষয়: #অস্ত্র #আঘাত #এসএসসি #গেলো #চোর #জনি #দাঁড়ালো #পরীক্ষার্থী #প্রাণ #বানিয়াচং #বাসায় #ভাড়াটিয়া #লন্ডনী #শহর #হবিগঞ্জ