

শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সোনার পাড়া বাজার টমটম, মিনি-টমটম, অটোরিকশা চালক ও মালিক সমবায় সমিতির মানবিক উদ্যোগ।
সোনার পাড়া বাজার টমটম, মিনি-টমটম, অটোরিকশা চালক ও মালিক সমবায় সমিতির মানবিক উদ্যোগ।
কক্সবাজার প্রতিনিধি:
০৩ জুলাই ২০২৫ খ্রি.
সোনার পাড়া বাজার টমটম, মিনি টমটম, অটোরিকশা চালক ও মালিক সমবায় সমিতির (রেজি নং: চট্ট-২৫৪৫) পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমিতির সদস্য মোহাম্মদ ইয়াছিন আরফাত (২৬), যিনি “মেরুরজ্জু সমস্যা” বা কোমরের ডিস্ক সরে যাওয়া (PLD) রোগে আক্রান্ত, তার উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এই অনুদান হস্তান্তরের প্রাক্কালে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব জালাল আহমদ।
রোগীর শারীরিক অবস্থা দেখাশোনা ও পরামর্শ প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন:
সভাপতি জনাব আলহাজ্ব রাহমত উল্লাহ, সহ-সভাপতি জনাব মঞ্জুর, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নোমান, লাইনম্যান আবু, মঞ্জুর, মাহামদুল হক, নাজিম উদ্দীন ও মো: হোসন প্রমুখ।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ সদস্যদের পাশে দাঁড়ানো ও মানবিক সহায়তা প্রদান তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।