শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট ঢাকা লন্ডন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের মহোৎসব।
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের মহোৎসব।
১৮৬ বার পঠিত
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের মহোৎসব।

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি::
ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের মহোৎসব।
সুনামগঞ্জের ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে চলছে ব‌্যাপক অনিয়ম-দূর্নীতি ও লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের মহোৎসব। সরকারী নিয়ম নীতির তুয়াক্কা না করে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের ঘুষ ক্যালেঙ্কারির মাধ্যমে ধান ক্রয় করার অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, খোদ খাদ্যগুদাম এর কর্মকর্তা-কর্মচারিরাও বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে ধান ক্রয় করে গুদামে বিক্রি করছেন। ফলে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আর লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ী ও খাদ্যগুদাম সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারিরা।

ছাতক খাদ্যগুদাম সূত্রে জানা যায়, গত ২৪ মে থেকে আনুষ্ঠানিক ভাবে এখানে ধান সংগ্রহ শুরু হয়। লক্ষমাত্রা ধরা হয় ৯৪৫ মেট্রিকটন। ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের কথা রয়েছে। কিন্তু গত ১৮জুন পর্যন্ত ৭০০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, এবছর স্থানীয় বাজারে প্রতি মন (বড়) ধানের মুল্য ১১৫০ থেকে ১২০০ টাকা। কৃষকদের উৎসাহীত করতে ভর্তূকির মাধ্যমে সরকারী মুল্য ধরা হয়েছে ১৪৪০ টাকা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই স্থানীয় বাজার থেকে বড় ধান সংগ্রহ ও কৃষক ভাড়ার মাধ্যমে অনিয়ম-দূর্নীতি করে যাচ্ছেন। এ সুযোগটি হাত ছাড়া না করে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিশ্বস্থ লোক দিয়ে বিভিন্ন মিল থেকে সরকারী বস্তায় ধান বস্তাজাত করে গাড়ি যোগে সরাসরি গুদামে বিক্রি করছেন। বিভিন্ন অযুহাতে ব্যবসায়ীরা প্রতিটন ধান ৪ হাজার টাকা হারে ঘুষ দিতে হচ্ছে খাদ্যগুদাম এর কর্মকর্তাকে। অন্যান্য বছর লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হলেও এ বছর পকেট ভারি করার জন্য লটারি হয়নি। বিভিন্ন কৃষকদের সাথে আলাপ করে এসব তথ্য জানা গেলেও তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তবে বিভিন্ন কৌশলে মোবাইল ফোনে ও গোপন ক্যামেরায় ধারনকৃত অডিও- ভিডিওতে উঠে এসেছে অনিয়ম-দূর্নীতির তথ্য। যা সংরক্ষিত আছে এই প্রতিবেদকের কাছে। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও অধিকাংশ ধান ক্রয় করা হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট ও মিল ব্যবসায়ীর কাছ থেকে। কৃষক ভাড়া করে আর ঘুষের বিনিময়ে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ধান।

কৃষকদের তথ্য অনুযায়ী এ বছর প্রায় ৩০০ টন ধান গুদামে বিক্রি করেছেন আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা। পিএস ইয়াকুব, গুদাম কর্মচারি আবুল কাশেম ও লেভার সর্দার আবদুল করিমের মাধ্যমে সর্বোচ্চ ধান বিক্রি করেছেন খাদ্যগুদাম কর্মকর্তা নিজেই। তিনি উপজেলার সাদারাই গ্রামের ছুরুক মিয়া ও আলমপুর (ভাওয়াল) গ্রামের আবু তাহের সহ বিশ্বস্থ লোক দিয়ে এসব ধান ক্রয় করে তার গুদামে নিজেই বিক্রি করে আসছে। ধান বিক্রি করেছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী সমছুদ্দিন, চেচানের ব্যবসায়ী আনোয়ার, জাউয়ার মিল ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা পিলিপ বাবু, বুড়াইরগাঁও এর আনোয়ারা অটো রাইছ মিল এর জনৈক ব্যবসায়ী সহ আরও একাধিক ব্যবসায়ীরা র‌য়ে‌ছে।

তারা জেলার ভাটি অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নিন্ম মানের ধান ক্রয় করে খাদ্যগুদামে ঘুষের বিনিময়ে বিক্রি করে আসছে। আর ব্যবসায়ীরা গ্রাম থেকে সহজ স্মরল মনোনীত কৃষক ভাড়ায় এনে খাদ্যগুদামের স্লিপ ধরিয়ে দিয়ে স্থানীয় ব্যাংক থেকে ধান বিক্রির টাকা উত্তোলন করছেন। এসব দেখার যেন কেউ নেই। ২০২৪ ও ২৫ সা‌লে পে‌ৗর সভার ১০জন কৃষক ও উপ‌জেলা ৬৪জন কৃষ‌কের তা‌লিকা ব‌্যবসা‌য়ি‌দের নাম র‌য়ে‌ছে। কৃষি কর্মকতার কোন তা‌লিকা স্বাক্ষর নেই। তা‌দের ম‌তো পছ‌ন্দেরকৃষক দি‌য়ে ঘু‌ষের বি‌নিয়ম গুদামজাত করা হ‌য়ে‌ছে।উপ‌জেলায় ৮হাজার কৃষক‌দের ম‌ধ‌্যে কোন লটা‌রি হয়‌নি। এ থেকে শুধু খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারিরা প্রায় অর্থ কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা তো আঙ্গুল ফুলে কলাগাছ!

কৃষি বাতায়ন তথ্য মতে এ উপজেলায় ৮ হাজার ২৫জন কৃষক রয়েছেন। এর মধ্যে প্রকৃত পক্ষে হাতেগুনা কয়েকজন কৃষক ঘুষ দিয়ে ধান বিক্রি করলেও অধিকাংশ ব্যবসায়ীরা কৃষক ভাড়ায় এনে গুদাম কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে তাদের নাম ব্যবহার করে ধান গুদামজাত করছেন। এতে বিএনপি-আ’লীগ, ব্যবসায়ী সিন্ডিকেট, খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারি মিলেমিশে একাকার।

অভিযোগ উঠেছে, তদারকি না থাকায় খাদ্য গুদাম কর্মকর্তার নিজস্ব লোক ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান ক্রয়ের পর গুদামে বিক্রি করে ঘুষের রাম-রাজত্র কায়েম করছেন। ক্যালকোলেটর হিসেব বলছে, ইতিমধ্যে সংগ্রহকৃত ৭শত ৫০ মেট্টিকটন ধানে ৪ হাজার করে ঘুষ নিলে তাদের বাণিজ্য হয়েছে ২৮ লাখ টাকা।
আর লক্ষমাত্রা অনুযায়ী ৯৪৫ মেট্টিকটন সংগ্রহের পর শুধু ঘুষ বাণিজ্য দাড়াবে ৩৭ লাখ ৮০ হাজার টাকায়। নিজস্ব লোক দিয়ে ধান ক্রয় করে গুদামজাত করলে প্রতি মন ধানে লাভ আসছে ৩০০ টাকা৷ এতে ও কয়েক লক্ষ টাকা বাণিজ্য করছেন কর্মকর্তা-কর্মচারিরা। সব মিলিয়ে এ বছর প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করেও কিভাবে ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন এসব কর্মকর্তা-কর্মচারিরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

এদিকে, খাদ্যগুদামে অনিয়ম-দূর্নীতির ঘ্রান পেয়ে নোয়াখালী জেলার বাসিন্দা, সুরমা নদীর দোয়ারাবাজারের ফেরি চালকের ছেলে, ভুঁইফোড় সাংবাদিক সাজ্জাদ মনির ওরফে ইয়াবা মনির ও দোয়ারাবাজার এলাকার সাংবাদিক আবু বক্কর খাদ্যগুদাম কর্মকর্তার কাছে মাসিক ২৫ হাজার টাকা চাঁদা দাবী করেছে। গোপন ক্যামেরায় ধারনকৃত খাদ্যগুদাম কর্মকর্তার বক্তব্যে এসব তথ্য উঠে এসেছে।

ছাতক খাদ্যগুদাম (এলএসডি) কর্মকর্তা সুলতানা পারভীন চাঁদা দাবীর বিষয় প্রচার না করার অনুরোধ জানিয়ে বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে ধান ক্রয় করা ও টন প্রতি ৪হাজার টাকা নেওয়ার বিষয়টি সত্য না। তিনি বলেন, ২০১২ সালের কৃষি অফিস থেকে দেওয়া তালিকার ভিত্তিতে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। তবে কিছু ব্যক্তি দলের পরিচয় দিয়ে ধান ক্রয়ের জন্য তাকে চাপ দিচ্ছেন। এছাড়া ব্যবসায়ীরা ধান বিক্রির জন্য আসছেন, কিন্তু তাদের ধান ক্রয় করছেন না। কৃষি কার্ড ও এনআইডি দেখে কৃষকদের কাছ থেকে নির্ধারিত হারে ধান ক্রয় করে তিনি গুদামজাত করছেন।
এব‌্যাপা‌রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খাদ্যগুদামে প্রতি বছর কৃষকদের তালিকা দিলেও তারা পাইকারদের (ব্যবসায়ীর) কাছ থেকে ধান সংগ্রহ করে থাকে।
এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এখানে তারা কিভাবে ধান সংগ্রহ করছেন তা অবগত করেন নি। খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে খাদ্যপণ্য পাচারকালে আটক ৭ মায়ানমার থেকে মাদকের বিনিময়ে খাদ্যপণ্য পাচারকালে আটক ৭
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী  বাঁচাতে মোংলায় মানববন্ধন শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার। ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার।
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন ১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
সুনামগঞ্জে স্মশানঘাটের নামে পাকা রাস্তা দখল নিয়ে দুপক্ষ মুখোমুখি সুনামগঞ্জে স্মশানঘাটের নামে পাকা রাস্তা দখল নিয়ে দুপক্ষ মুখোমুখি
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের   উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
টেকনাফে অসহায় দুঃস্থদের বিনামূল্যে   চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড টেকনাফে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- ---
চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে খাদ্যপণ্য পাচারকালে আটক ৭
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার।
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
সুনামগঞ্জে স্মশানঘাটের নামে পাকা রাস্তা দখল নিয়ে দুপক্ষ মুখোমুখি
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
টেকনাফে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড