শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ৫ মিনিট চার্জে ৪৮ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ
৫ মিনিট চার্জে ৪৮ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে। এবার নতুন একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থা। হুয়াওয়ে ওয়াচ ১০। অসংখ্য নতুন ফিচারে ঠাঁসা এই স্মার্টওয়াচটি। সংস্থার দাবি, নতুন স্মার্টওয়াচ যেখানে একবার পুরো চার্জ দিলে তা চালু থাকবে প্রায় ১৪ দিন।
হুয়াওয়ে ওয়াচ ১০ স্মার্টওয়াচে ১.৪৭ ইঞ্চির অ্যামোলেড আয়তাকার ডিসপ্লে রয়েছে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাবেন ইউজাররা। স্ক্রিনে রয়েছ সোয়াইপ অ্যান্ড টাচ জেসচার। পলিমার এবং অ্যালুমিনিয়াম অ্যালয়ে কেস অপশনে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। সাইডের অংশে রয়েছে নেভিগেশন বাটন।
হুয়াওয়ে ব্র্যান্ডের এই স্মার্ট ওয়ারেবল ডিভাইসে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে যেমন-স্লিপ হার্ট রেট ভ্যারিয়েবলিটি এবং স্ট্রেস লেভেল। এইসব মেট্রিক্স ছাড়াও রয়েছে আরও অনেক হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট।
১০০টি প্রিসেট ওয়ার্ক আউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে। রানিং, সাইক্লিং, যোগাসন, সুইমিং এবং আরও অনেক ধরনের ওয়ার্ক আউট মোড রয়েছে। সুইমার বা সাঁতারুদের জন্য স্মার্টওয়াচটি আদর্শ ডিভাইস। সুইম স্ট্রোক এবং ল্যাপ ডিটেকশনের ক্ষেত্রে ৯৫ শতাংশ নিখুঁত পরিমাপ দেবে এই স্মার্টওয়াচ। এক্ষেত্রে সাহায্য করবে নাইন অ্যাক্সিস সেনসর এবং এআই যুক্ত স্ট্রোক রেকগনিশন ফিচার।
এই স্মার্টওয়াচ 5ATM ওয়াটার রেজিসট্যান্ট যুক্ত ওয়ারেবল ডিভাইস। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ভার্সনেই এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব। এই স্মার্টওয়াচে পুরো চার্জ হতে লাগবে মাত্র ৪৫ মিনিট। আর ৫ মিনিট চার্জে প্রায় ২ দিন অর্থাৎ ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।
পলিমার কেসের ক্ষেত্রে কালো এবং গোলাপি রঙে লঞ্চ হয়েছে এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস। আর অ্যালুমিনিয়াম কেসের ক্ষেত্রে নীল, সবুজ, ম্যাট ব্ল্যাক, পার্পল এবং সাদা রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। স্মার্টওয়াচের পলিমার কেস অপশনের দাম ভারতে ৬ হাজার ৪৯৯ রুপি থেকে। অন্যদিকে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ভ্যারিয়েন্টের দাম ৬ হাজার ৯৯৯ রুপি।
সূত্র: গ্যাজেট ৩৬০
বিষয়: #এই #চলবে #চার্জে #স্মার্টওয়াচ #৪৮ ঘণ্টা #৫ মিনিট




শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
বিশ্বে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স
