

শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ কর্মসংস্থান নিয়ে আলোচনা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ কর্মসংস্থান নিয়ে আলোচনা
বজ্রকণ্ঠ ডেস্ক::
মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ওয়ার্কিং কমিটির সভা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২১-২২ মে) বাংলাদেশের ঢাকায় এ সভা হয়। এতে ১৩ সদস্যের মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহারিন বিন উমর। দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, মালয়েশিয়ার নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) ও লেবার ডিপার্টমেন্টের প্রতিনিধিও ছিলেন।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভুঁইয়া। দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, বিএমইটি, ওয়েজ কল্যাণ বোর্ড ও বোয়েসেল এর প্রতিনিধিরাও ছিলেন।
এর আগে জয়েন্ট কোয়ার্কিং গ্রুপের দুটি সভা হয়। প্রতিটি সভায় মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিরাপদ অবস্থান, কর্মসংস্থান, বেতন, ভাতা, সুবিধাদি, নিরাপত্তা, আবাসন, চিকিৎসা ও আইনগত বিষয়সহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই বৈঠকের লক্ষ্য উল্লেখ করে বলা হয়েছে যে, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কল্যাণের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। প্রধান লক্ষ্যগুলির মধ্যে রয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও প্রেরণের বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারকে (এমওইউ) বর্ণিত প্রতিশ্রুতির বাস্তবায়ন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, স্বল্প কিছু বাংলাদেশি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে মালয়েশিয়া কর্মী নিয়োগ করবে।
বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে রেকর্ড অব ডিসকাশন সই করা হয়।
বিষয়: #আলোচনা #কর্মসংস্থান #নিরাপদ #নিয়ে #প্রবাসী #বাংলাদেশিদের #মালয়েশিয়ায়