

বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » সিলেট » ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের ৫টি ওয়ার্ডের প্রস্তুতি সভা
ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের ৫টি ওয়ার্ডের প্রস্তুতি সভা
বজ্রকণ্ঠ ডেস্ক::
ঢাকায় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মহানগরের ৫টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ইলেক্ট্রিক সাপ্লাইস্থ একটি কমিউনিটি সেন্টারে ৪, ৫, ৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় ৫টি ওয়ার্ডের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকির পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরের সহ-সভাপতি আমিন আহমদ, সৈয়দ আমিন আহমদ, জামাল উদ্দিন, আব্দুস সালাম লয়লু, যুগ্ম সম্পাদক শামীম রেজা, মো. সাহেদ আহমদ, দুলাল আহমদ, শাহেল রহমান, আব্বাস উদ্দিন, আহমদ খান জুনেদ, বদরুল ইসলাম, উবায়দুর রহমান সজিব, নূর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাসুম, শহিদুল হক সোহেল, কাওসার হোসেন খাঁন, আলী ইসলাম, নাজির আহমদ, শাহরিয়ার মোর্শেদ শাকিল, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সহ-ুসাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, তানভীর আহমদ, সুমন মজুমদার, রুহেল উদ্দিন, মুহিবুর রহমান ছোট মিয়া, ফাহদা আহমদ কমল, জাবেদ আহমদ ও নাঈম আহমদ রাবেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিবাদের পতন হলেও আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই। যে ভোটের অধিকারের জন্য আমরা ১৭ বছর আন্দোলন করলাম সেই অধিকার এখনো আসে নাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে তবেই জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ।
বিষয়: #ওয়ার্ডের #ঢাকার #প্রস্তুতি #মহানগর #যুবদলের #লক্ষ্যে #সফলের #সভা #সমাবেশ #সিলেট #৫টি