

মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ব্রঙ্কসের একটি গাছের দুটি রুপ।
ব্রঙ্কসের একটি গাছের দুটি রুপ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
আমেরিকায় সাধারনত দুটি ঋতু শীত আর গ্রীষ্ম কাল।শীতে গাছের পাতা ঝরে যায় শুধু ডাল পালা বেছে থাকে আবার গ্রীষ্মে সবুজ পাতায় রঙ্গীন হয়ে শোভা ছড়ায় গাছ গুলি।পার্কচেস্টার বাংলাবাজার এলাকার ইউনিয়নপোর্ট রোড আর ওয়েসচেস্টার এভিনিউর সংযোগস্থলে হোটেল আড্ডার নিকটস্থ এই গাছটির দুই ঋতু কালের পরিবর্তন কালের ছবি শীতে কোন পাতা নেই গ্রীষ্মে সবুজ পাতায় পরিপুর্ন হয়ে আছে।মনে হয় যেন মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে এই গাছটি দুটি ছবি দেখে তাই মনে হয়।এই দুটি ছবি এক সাথে দেখার জন্য ছয় মাসের বেশী সময় ধরে অপেক্ষা করে দুটি ছবি তুলতে হয়েছিল।
বিষয়: #একটি #গাছ #দুটি #ব্রঙ্কস #রুপ