

শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রানীনগরে গত এক সপ্তাহে সাতটি গরু চুরি \ এলাকাবাসির মধ্যে আতংক
রানীনগরে গত এক সপ্তাহে সাতটি গরু চুরি \ এলাকাবাসির মধ্যে আতংক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) ::
নওগাঁর রাণীনগরে বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রাম থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটল। প্রতিনিয়ত এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
জলকৈ গ্রামের মৃত রিয়াজ সরদারের ছেলে জাহিদুল ইসলাম আলেম জানান,জলকৈ বাজারস্থ্য ধান ভাঙ্গা মেলে ছোট একটি গরুর খামার রয়েছে তার। আপাতত: দুটি গরু ছিল খামারে। বুধবার রাতে চোরেরা মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে দুটি গরুর মধ্যে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা দামের একটি গরু চুরি করে নিয়ে গেছে। পাহারাদার দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল রাতে উপজেলার গুয়াতা গ্রামের আবু বক্কর সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ ৮০হাজার টাকা দামের দুটি এবং গত ৩মে রাতে উপজেলার রাতোয়াল গ্রামের মজিবুর রহমান এবং তার ছেলে দুলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে দুই লক্ষ ৪০হাজার টাকা মূল্যের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতং ছড়িয়ে পরেছে।
এর আগে গত বছরের ১৫আগষ্ট থেকে চলতি বছরের ১০মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত চোরাই গরু উদ্ধার কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, জলকৈ গ্রামে গরু চুরির সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আগের চোরাই গরুগুলো উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #এক #গত #গরু #চুরি #রানীনগর #সপ্তাহ #সাতটি
