শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচং থানায় উদ্ধার হওয়া অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় দিলো ফেইসবুক!
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচং থানায় উদ্ধার হওয়া অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় দিলো ফেইসবুক!
২৯৩ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জের বানিয়াচং থানায় উদ্ধার হওয়া অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় দিলো ফেইসবুক!

আকিকুর রহমান রুমন::

হবিগঞ্জের বানিয়াচং থানায় উদ্ধার হওয়া অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় দিলো ফেইসবুক!

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের উদ্ধার করা এক অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় সনাক্ত করিয়ে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফেইসবুক।

থানা পুলিশ সূত্রে জানাযায়,গতকাল ৬মে(মঙ্গলবার) উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের বিজয়পুর হাওরের রাস্তার পাশে সন্ধ্যার পূর্ব মুহূর্তে একটি অজ্ঞাত তরুণীর(২৫)লাশ দেখতে পান এলাকাবাসী।

তাৎক্ষণিক এই বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হয়।

এদিকে থানা পুলিশ লাশের মেসেজটি সাথে সাথে বিথঙ্গল পুলিশ (ফাঁড়ির)আইসিকে জানালে ফাঁড়ি পুলিশের কাছে ঘটনাস্থলটি বেশি দূরে না হওয়ায় ফাঁড়ি(আইসি)এসআই রেজাউল হক এর নেতৃত্বে এএসআই আব্দু রহমানসহ একদল পুলিশ সন্ধ্যার দিকে পৈলারকান্দী,ইউনিয়নের বিজয়পুর হাওরের পাশে রাস্তায় পড়ে থাকা অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা হয়।

সেখানে উপস্থিত স্হানীয় এলাকাবাসীর সামনে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কিশোরীর লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

পরে উদ্ধার করা অঞ্জাত কিশোরীর ছবি সহকারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার(এসআই)আমিনুল ইসলাম এর মোবাইল নাম্বার সংযুক্ত করে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম”ফেইসবুক”ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সহযোগীতা নিয়ে একটি পোস্ট করা হয়।

মুহূর্তের মধ্যে কিশোরীর লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ “ফেইসবুক” ভাইরাল হয়।

আর এই ফেইসবুক পোস্টের ঘন্টা খানেকের ভিতরে নিহত অঞ্জাত কিশোরীর আপন ভাই আক্তার হুসেন এর নজরে পড়ে নিহত বোনের পোস্টটি।

হঠাৎ করে তার “ফেইসবুক”এর সামনে ভেসে ওঠে তার হারিয়ে যাওয়া মানসিক বাক প্রতিবন্ধী বোন জাহানারা খাতুন(২২)এর নিহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা ছবিটি।
যাহা অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের ছবি হিসেবে সংযুক্ত করা হয়েছিলো পোস্টে।

বোনের এমন মৃত্যুর পোস্ট দেখে প্রথমে বাকরুদ্ধ হয়ে যান ভাই আক্তার হুসেন।

এর কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে নিখোঁজ হারিয়ে যাওয়া বোনের বিষয়টি পরিবারকে অবগত করেন।

বানিয়াচং থানা পুলিশ তার নিহত বোনকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে পরিবারের সবাইকে জানায় আক্তার হোসেন।
অঞ্জাত কিশোরীর লাশের পরিচয় সনাক্তে ফেইসবুক পোস্টে থানার সেকেন্ড অফিসার(এসআই) আমিনুল ইসলাম এর মোবাইল নাম্বার দেওয়া হয়েছিলো।

এই নাম্বারে ফোন করে থানায় বোনের নাম ঠিকানা পরিচয় নিশ্চিত করেন আপন বড় ভাই।

নিহত তার বোন হলো আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের রসুলপুর গ্রামের ওহাব মিয়ার কন্যা জাহানারা খাতুন(২২)।
জন্মের পর থেকে মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী পাগলের মতো ছিলো।
গত ৫মে সোমবার হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন জাহানারাকে এলাকাসহ বিভিন্ন স্হানে খোজাখোজি করেন এবং ৬মে (মঙ্গলবার) বিভিন্ন এলাকায় খোজাখুজি করেন পরিবারের লোকজন।
কোন সন্ধান পান নাই বোন জাহানারার।

আক্তার হোসেন তার মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম তার “ফেইসবুক”ডুকে সময় কাটাচ্ছেন।
হঠাৎ তার চোখের সামনে নিখোঁজ হওয়া বোনের লাশ উদ্ধারের ছবি সহ একটি পোস্ট চোখে পড়লো।

আর এই পোস্টের ছবি দেখেই হারানো বোনকে চিনতে পেরেছিলেন ভাই আক্তার হুসেন।

এ ব্যাপারে ৬মে মঙ্গলবার থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম এর সাথে রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,রাত বেশি হওয়ায় লাশটি বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে রয়েছে।

এবং রাতেই নিহত জাহানারা খাতুন এর পরিবারের লোকজন আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির উদ্যেশে রওয়ানা দিয়ে আসতেছেন বলেও জানান তিনি।

এছাড়াও এই বিষয়ে কোন প্রয়োজন মনে করলে(ফাঁড়ি) পুলিশের দায়িত্বরত(আইসি) রেজাউল হক ও এক সহকারী দারোগার মুঠোফোন নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য বলেন।

এ ব্যাপারে বিথঙ্গল ফাঁড়ি(আইসি)এসআই রেজাউল হক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যস্ততা থাকায় তার সাড়া পাওয়া যায় নাই।

পরে এএসআই আব্দু রহমান এর সাথে ৭মে(বুধবার)রাত ১টা ১৬মিনিটে যোগাযোগ করে লাশের বিষয়ে জানতে চাইলে,
তিনি জানান নিহত জাহানারা খাতুন(২২)এর পরিবারের লোকজন ফাঁড়িতে এসেছেন এবং পোস্টমর্টেম ছাড়া তারা মরদেহটি নেওয়ার জন্য আবেদন করেছেন।

বর্তমানে এই বিষয়ে(আইসি)স্যারের রোমে আলোচনা করছেন সবাই।
এর বেশি কিছু তিনি বলতে পারবেননা বলে জানান।

এদিকে ৭মে(বুধবার) সকালে লাশের সর্বশেষ আপডেট জানতে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির(আইসি)
এসআই রেজাউল হক এর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে সকাল ১০টার দিকে তার মোবাইল নাম্বারের হোয়াটস্যাপে একটি মেসেজ দিয়ে রাখা হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ফোন করে জানান,
গতকাল রাতেই নিহত জাহানারা খাতুন এর আপন দু’ বড় ভাই,দু’মামাসহ পরিবারের অনেক আত্মীয় স্বজন আসেন।
তারা জানিয়েছেন জাহানারা জন্মের পর থেকে ঐ মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী একটা পাগল।
বোনের মৃত্যু নিয়ে পরিবারের কোন রকম অভিযোগ নেই।
এমনকি ভবিষ্যতে বোনের মৃত্যু নিয়ে কোন মামলা মোকদ্দমা করবেননা।
তাদের বিষয়টি বানিয়াচং থানার ওসি স্যারকে অবগত করা হয়।
৭মে(বুধবার)আনুমানিক দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের নিকট মরদেহটি ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন।
তারা বিথঙ্গল পুলিশ ফাঁড়ি থেকে মরদেহ নিয়ে আজমিরীগঞ্জের উদ্যেশে রওয়ানা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে বলেন,এই লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #


---

প্রধান সংবাদ এর আরও খবর

ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার আরও ১৯ হাজার ১৮২ জন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার আরও ১৯ হাজার ১৮২ জন
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থির বাতিল হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থির বাতিল
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক
সুনামগঞ্জ-৫: দুই দশক পর ধানের শীষের ঘরে ফেরার লড়াই, মাঠে তুমুল গণজোয়ার সুনামগঞ্জ-৫: দুই দশক পর ধানের শীষের ঘরে ফেরার লড়াই, মাঠে তুমুল গণজোয়ার
রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে   নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এর লঞ্চিং নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এর লঞ্চিং
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি   ম্যানেজমেন্টের উদ্বোধন নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন
টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ   দুই মাদক পাচারকারী আটক টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার আরও ১৯ হাজার ১৮২ জন
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থির বাতিল
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক
সুনামগঞ্জ-৫: দুই দশক পর ধানের শীষের ঘরে ফেরার লড়াই, মাঠে তুমুল গণজোয়ার
রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এর লঞ্চিং
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন
টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক