শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট ঢাকা লন্ডন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!
প্রথম পাতা » বিনোদন » তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!
১৯৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!

গত ৭ জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র‌্যাম্পে হাঁটেন চিত্রনায়ক শাকিব খান। এদিন তার সঙ্গে পরীমণি ছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর।

একঝাঁক নায়িকাকে নিয়ে র‌্যাম্পে হেঁটে যখন বেশ হই চই ফেলে দিয়েছেন শাকিব, ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরীমণি, মিম ও তানজিন তিশা।

তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!দুই বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরী। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব।

জানা গেছে, শুক্রবারের ফ্যাশন শোতে পরীমণি-মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে। এরপরেই নেটিজেনদের নজর তিশার দিকে। সবার একটাই প্রশ্ন, এবার কি তিশার সঙ্গেও দ্বন্দ্ব মিটবে পরীমণি?

একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গেও ঝামেলা হয় পরীমণির। সেই থেকে সম্পর্ক রাখা তো দূর, কেউ কারও ছায়াও মাড়ান না তারা। কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন পরী।

বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কী আছে? তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে, সেটা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল। তখন হাই-হ্যালো না বলার কিছু নেই।

এদিকে পরীমণি বলেন, ‘সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিশা পড়ে যাচ্ছিল। তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি। এর চাইতে বেশি কিছু নয়।

তিনি আরও বলেন, ‘আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভড়কে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, ‘তুমি ঠিক আছো তো?’ জাস্ট এটুকুই। কিন্তু এ ঘটনার চার দিন পর এসে শুনছি, আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব! এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে।

প্রসঙ্গত, রাজের ফেসবুক থেকে তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায়। সেসময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায়। যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে সন্দেহ করেন, যা নিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে।



বিষয়: #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- ---
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে দেশীয় পণ্য পাচারকালে মটর ডাল জব্দ
নৌবাহিনীর অভিযানে দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা, মারধরে আরেকজনের মৃত্যু
নোয়াখালীতে জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ