সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে লন্ডনে আওয়ামী লীগের মহামিলন
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে লন্ডনে আওয়ামী লীগের মহামিলন
লন্ডন, ২০ এপ্রিল ২০২৫, লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
![]()
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফাইয়াজ রহমানের বিয়ে উপলক্ষে লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
• ড. হাছান মাহমুদ – সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
• আব্দুর রহমান – সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য
• খালিদ মাহমুদ চৌধুরী – সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক
• শফিকুর রহমান চৌধুরী – সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি
• হাবিবুর রহমান হাবিব – সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই নেতারা দেশ ত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন । 
অনুষ্ঠানে লন্ডনের কয়েকজন মেয়র, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সুরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ১২০০ অতিথির জন্য আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার-দাবারে ছিল আভিজাত্যের ছোঁয়া। ইংরেজ অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “এত বড় বিশাল আয়োজন সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি। আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি।”
এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি ছিল এই নেতাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার একটি বিরল ঘটনা।
বিষয়: #আওয়ামী #বিয়েতে #মহামিলন #যুক্তরাজ্য #লন্ডন #লীগ #লীগে #সম্পাদক #সাধারণ




আজকের শতাব্দী‘র বিশেষ সংখ্যা ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি
যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ
