সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » শুধু হত্যা নয় এবার সালমানের বাড়ি-গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
শুধু হত্যা নয় এবার সালমানের বাড়ি-গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
বিনোদন ডেস্ক::
![]()
বলিউড সুপার স্টার সালমান খানকে এবার সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন সালমান খান। তার সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান ও টাব্বু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। এরপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান খান। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের তারকা।
গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়। সালমানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়েছে।
এদিকে লাগাতার প্রাণনাশের হুমকির মাঝে সালমান খানের বান্দ্রার বাড়ির সংস্কার করা হয়েছে। জানা গেছে, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তার ঘরের প্রতিটি জানলা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের চিন্তা ফেলে দিয়েছে।
বিষয়: #উড়িয়ে #এবার #দেওয়ার #নয় #বাড়ি-গাড়ি #শুধু #সালমানের #হত্যা #হুমকি




থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
ফের আলোচনায় হানিয়া আমির
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন, কী আছে এই সিনেমায়
জীবন অনিশ্চিত, ছোট-বড় বলে কিছু নেই: পরীমণি
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
হাফ প্যান্ট পড়া পরীমণির ‘শীত নাই’
