

বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে কৃষকের গাছ কর্তন জোরপূর্বক জমি দখলের চেষ্টা
দৌলতপুরে কৃষকের গাছ কর্তন জোরপূর্বক জমি দখলের চেষ্টা
খন্দকার জালাল উদ্দীন :
দৌলতপুরে কৃষকের গাছ কর্তন জোরপূর্বক জমি দখলের চেষ্টা
কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগোয়ান গ্রামের কৃষক আবুল হাসেমের বেশ কিছু নিম গাছ কেটে ফেলেছে দূবৃত্তরা, যার মূল্য প্রায় ২০/৩০ হাজার টাকা এবং প্রাগপুর মৌজার আর এস ৩৩০০ খতিয়ানে ২৬২ দাগে ৩৭ শতকের ২১ শতক জমি দলিল মূল্য খরিদ করা সত্বেও তার নিজ দখলিয় জমি গাছ পালা সহ পূর্ব শত্রুতার জের ধরে জবর দখল করতে চাই, আ: রহমান, মো: আরিফ হোসেন, মো: সাব্বির হোসেন,সর্ব সাং ডাংমড়কা সেন্টার পাড়া, জোর পূর্বক দখল করা চেষ্টা চালিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। ইতিমধ্যে ঐ জমিতে থাকা বেশ কিছু নিম গাছ কেটে নেয় বলে প্রকৃত মালিক মোঃ আবুল হাসিম অভিযোগ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #কর্তন #কৃষক #গাছ #চেষ্টা #জমি #জোরপূর্বক #দখল #দৌলতপুর