বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর
বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর
বজ্রকণ্ঠ অনলাইন নিউজ ডেস্ক:

কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিতিতে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নাটোর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এছাড়া বিকেলে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এ সময় অডিটোরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন।
তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছে তাদেরকে এড়িয়ে আজকের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেয়ার প্রতিবাদও করেন।
এ ব্যাপারে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার কাজ করছিল। এ সময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপড় ছিড়ে ফেলে। এবং কয়েকটি চেয়ার ভেঙে ফেলে।




দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, নিহত বেড়ে ৬
৫.৭ মাত্রার ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯
নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা
রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
