রবিবার ● ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের নির্দেশও দেইনি: পলক
আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের নির্দেশও দেইনি: পলক

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি। বন্ধের কোনো নির্দেশও দেইনি। কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এটা আমাদের নির্দেশনার কারণে নয়।
রোববার দুপুর আড়াইটার দিকে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি। যদিও রোববার (৪ আগস্ট) দুপুর ২টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে মোবাইল ইন্টারনেট কাজ করছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও বন্ধ হয়ে গেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক জায়গায় হামলা চলছে। ফাইবার ক্যাবল কেটে দেয়া হচ্ছে। আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেয়া হয়েছে। অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে। এমন তাণ্ডব চালালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব নয়।
এদিকে, অনেক এলাকায় গ্রামীণফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে গ্রামীণফোন। তারা জানান, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একই কথা জানিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক ও রবি।
বিষয়: #আমরা #ইন্টারনেট #করিনি #দেইনি #নির্দেশও #পলক #বন্ধ #বন্ধের




বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
