সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিয় সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিয় সভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দিন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অডিটেরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার জসিম উদ্দীনের এলাকার সকল এমপি প্রার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![]()
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা অডিটেরিয়ামে দৌলতপুর থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।
সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
এ সময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয়, সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘেœ তাদের ভোট দিতে পারে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু , জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের বদিউজ্জামান, গণ অধিকার পরিষদের প্রার্থী শাহাবুল মাহামুদ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন ভাবে প্রশ্ন করেন। উপস্থিতিদের মধ্যে আলোচনা করেন সাংবাদিক আহাম্মেদ রাজু,আহাদ আলী নয়ন, হেলাল উদ্দিন, আকবর আলী নেতা, সাংবাদিক বাবু, জাহাঙ্গীর আলম, জহুরুল করিম বিশ্বাস চেয়ারম্যান, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রেজাউল করিম প্রিন্সিপাল, আশরাফ আলী শিবির নেতা, লিয়াকত আলি, ছাত্র নেতা রাফিকুল ইসলাম, সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন,বিএনপি নেতা নাজমুল হুদা, মহবুবুর রহমান লস্কর, আব্দুল হালিম টম মাস্টার, বাবু দেবনাথ প্রমুখ। বক্তাদের মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বিষয়: #জাতীয় #ত্রয়োদশ #দৌলতপুর #নির্বাচন #সংসদ




রাঙ্গামাটি নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব
লাখাই উপজেলায় শহীদ ফারুকী ও শহীদ রইছ উদ্দীনের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
দৌলতপুরে পিয়ারপুর ইউপি’র ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন
