শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি হলেন চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬)। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি গারুচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মামলা হলো ছাতক থানার এফআইআর নং—২৮, জি আর নং—২১৬, তারিখ—২২ জুলাই ২০২৫; ধারা—15(3)/250 The Special Powers Act, 1974। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলমান থাকলেও তিনি পলাতক ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিলহান্ট–এর অংশ হিসেবে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। বাড়ির চারপাশ ঘিরে ফেলার পর তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিন নাশকতা মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর কার্যক্রম আরও জোরদার করা হবে। যে কেউ অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকে ঘিরে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে।
বিষয়: #আওয়ামী #গ্রেপ্তার #ছাতক #নাশকতা #নেতা #পলাতক #মামলা #লীগ




রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
৭ জেলায় শৈত্যপ্রবাহ, শনিবারও থাকতে পারে ঘন কুয়াশা
দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় মুক্তিযুদ্ধের সময়ের একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ
শামীমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে স্ট্রাসবার্গ আদালত
নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার : তারেক রহমান
জামিন নিতে এসে পিটুনিতে প্রাণ গেল আইনজীবীর
বছরের প্রথম দিন ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন
